ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিক্ষানীতি নিয়ে সরব ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারের শিক্ষানীতি নিয়ে সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা রতন লাল নাথ। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকার তার বাজেট কমাচ্ছে।

কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে, তা খরচ করতে পারছে না।

উল্টো জনগণকে শিক্ষা নিয়ে বিভ্রান্ত করছে বলেও তিনি অভিযোগের আঙ্গুল তোলেন রাজ্য সরকারের দিকে।
বিরোধী দল নেতা অভিযোগ করেন, রাজ্যের স্কুলগুলোতে পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে।  

রতন নাথ বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। অথচ রাজ্য সরকার গত অর্থবছরে যেখানে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ রেখেছিল ২১.১৩ শতাংশ, চলতি অর্থবছরে সেখানে তা কমে হয়েছে ১৮.১২ শতাংশ।

রোববার সন্ধ্যায় বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন বিরোধী দলনেতা রতন লাল নাথ।

তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার গত তিন বছরে বিদ্যালয় শিক্ষা দফতরের ৩৪টি প্রকল্প মঞ্জুর করেছে। এ প্রকল্পগুলোর জন্য ১৩৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ করা সত্ত্বেও রাজ্য সরকার ব্যয় করতে পেরেছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার টাকা।

অন্যদিকে উচ্চশিক্ষা দফতরেও ১৬টি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ১৯২ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ করলেও খরচ হয়েছে ২৩ কোটি ৬৪ লাখ টাকা।

এক পরিসংখ্যানে বিরোধী দল নেতা রাজ্যের শিক্ষা চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে রাজ্যে ১ হাজার ১৬৭টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। তেমনি ১ হাজার ৪৭টি বিদ্যালয়ে নেই পানীয় জলের ব্যবস্থা। একই সঙ্গে ২ হাজার ৩৬৪টি বিদ্যালয়ে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই।

সম্প্রতি শিক্ষা দফতরের চাকরি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা রতন লাল নাথ অভিযোগ করেন, রাজ্য সরকার চাকরির তথ্য প্রদানে জনগণকে বিভ্রান্ত করছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।