ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাজারহাট নিউটাউনে রবীন্দ্রতীর্থের উদ্বোধন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রবীন্দ্রতীর্থের উদ্বোধন করলেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  

মঙ্গলবার কলকাতার রাজারহাটের নিউটাউনে এই তীর্থের উদ্বোধন করা হয়।

 
রাজারহাট নিউটাউনে ৫ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে এই রবীন্দ্র চর্চাকেন্দ্র৷ এর মধ্যে থাকছে রবীন্দ্র গবেষণা, সংগ্রহশালা, এবং ডরমিটরি৷

একই জায়গায় সব কর্মকাণ্ড যাতে সম্ভব হয়, তার জন্য  কবিগুরুর জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে বিগত বাম আমলেই এই কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল৷ নিউটাউনে হিডকো ভবনের পাশে নারকেলবাগান এলাকায় এর জন্য পাঁচ একর জমি নেওয়া হয়৷ তৈরি হয় নকশা৷

২০১০ সালের অগাস্টে, যার শিলান্যাস করেন তত্‍‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ সেই সময় এর নাম রাখা হয়েছিল রবীন্দ্র উদ্যান ও সংস্কৃতি কেন্দ্র৷

এর কাজ শুরু হয়, নতুন সরকার ক্ষমতায় আসার পর৷ নাম পাল্টে এর নামকরণ করা হয় রবীন্দ্র তীর্থ৷  

গ্রাম বাংলার আদলে গড়ে উঠেছে রবীন্দ্রতীর্থ৷ নারকেল বাগানের মাঝে ছোট ছোট কুটির৷ আধুনিক শহরের মাঝে যেন এক টুকরো গ্রাম৷ সঙ্গে রয়েছে অতাধুনিক প্রেক্ষাগৃহ৷

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে নিউটাউনকে ঘিরে বেশ কিছু নতুন পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷

দিল্লির বিজ্ঞান ভবনের আদলে কলকাতায়ও একটি বিজ্ঞান ভবন গড়ে তোলার ঘোষণা করে মমতা ব্যানার্জি বলেন, নিউটাউনে ইকো ট্যুরিজম পার্ক তৈরির কাজ দ্রুত শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে৷

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের রেলমন্ত্রী মুকুল রায়, রাজ্যসরকারের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ববি হাকিম, প্রবীণ সংগীত শিল্পী দ্বিজেন মুখার্জি, চিত্রকর যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, নাট্যপরিচালক শাঁওলী মিত্র, কবি জয় গোস্বামী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।