ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টাটার কারখানার জন্য সিঙ্গুরে জমি নির্বাচন ভুল ছিল: স্বীকার সিপিএমের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২

নয়াদিল্লি: টাটার ছোট মোটর গাড়ির কারখানা ন্যানো প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের সিঙ্গুরে জমি নির্বাচন করাই ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব৷ পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার ২ বছর পর সিপিএমের এ স্বীকারোক্তি চ্যাঞ্চল্য ফেলেছে রাজনৈতিক মহলে।

বুধবার দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, কারখানা তৈরির জন্য জায়গা বাছতে ভুল হয়েছিল৷ কারণ, ওই এলাকা ছিল তৃণমূলের দখলে৷ হুগলী জেলার মধ্যে একমাত্র সিঙ্গুরেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন৷ পঞ্চায়েতও ছিল তৃণমূলের দখলে৷

তবে কারাটের এ যুক্তি মানতে চাননি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি৷ তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, নন্দীগ্রামে তো তৃণমূলের বিধায়ক ছিলেন না৷ সেখানে তো বামেদেরই বিধায়ক৷ সেখানে কেন আন্দোলন হল?

এর পাশাপাশি পঞ্চায়েতমন্ত্রীর দাবি, বামেদের জমি নীতিই ভুল ছিল৷ কৃষকবিরোধী আন্দোলনের কারণেই যে আন্দোলন, সেটা কারাট স্বীকার করছেন না৷

এদিকে, সিপিএমের সর্বভারতীয় সম্পাদকের ওই মন্তব্য নিয়ে রাজ্য সিপিএম এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বরাবরই তারা সিঙ্গুরে কারখানার পক্ষে। বিধানসভা নির্বাচনে এ ইস্যুতে পরাজয়ের পরও তারা সিঙ্গুরের কারখানার পক্ষে অটল মনোভাব দেখিয়ে আসছে।

এ মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গ লবির সঙ্গে দিল্লির সর্বভারতীয় নেতাদের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা করছেন দলের একাংশ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।