ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১০০ বছর বাঁচতে গেলে পরীক্ষায় পাশ কর

করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : আগরতলায় আরও একটি নতুন মহাবিদ্যালয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ বছরই রাজ্য সরকার ত্রিপুরায় এ নিয়ে নতুন ছয়টি কলেজের উদ্বোধন করলেন।



একটি সময় কাঞ্চনপুর ছিল দুর্গম, সন্ত্রাসবাদীদের অবাধ বিচরণক্ষেত্র। কোনো সরকারী কর্মী ওই মহকুমায় যেতে চাইতেন না।

কলেজ উদ্বোধন করে মানিক সরকার বলেন, এবার থেকে আর কাঞ্চনপুরের ছাত্র-ছাত্রীদের দূর-দূরান্তে যেতে হবেনা। রাজ্যের বামফ্রন্ট সরকার শিক্ষার সার্বজনীন উন্নতি ও উচ্চশিক্ষার প্রসারে আন্তরিক হওয়ার ফলেই প্রতিটি মহকুমাতেই গড়ে উঠছে কলেজ। বর্তমানে অঙ্গনওয়াড়ি থেকে কলেজ স্তর পর্যন্ত, কোনো বেতন ছাড়াই ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতে পারবে। অতীতে সেটা ভাবাই যেত না।

কাঞ্চনপুর মহকুমার আশ্রিত ছয়টি রিয়াং শরনার্থী শিবিরের প্রায় ৩৭ হাজার শরনার্থীদের প্রসঙ্গে বলেন, বহুবার কেন্দ্রীয় সরকার ও মিজোরাম সরকারকে তাদের স্বভূমে ফিরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু সমস্যা সেই তিমিরেই।

অনুষ্ঠানে উচ্চ শিক্ষামন্ত্রী অনিল সরকার বলেন, ‘সব চুরি গেলেও মস্তিস্কের বিদ্যা চুরি করা যায়না’। পাশাপাশি চীনের প্রবাদের উদ্ধৃতি দিয়ে বলেন- ১ বছর বাঁচতে গেলে চাষ কর, ১০ বছর বাঁচতে গেলে গাছ লাগাও এবং ১০০ বছর বাঁচতে গেলে পরীক্ষায় পাশ কর। তাহলে পরীক্ষায় কেন ফেল করবে?

প্রায় সাত কোটি টাকা খরচে এই কলেজ তৈরি হয়েছে।

বাংলাদেশ: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
তন্ময়/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।