ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্ণাটকের ঘটনার প্রতিবাদ ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  কর্ণাটকে উত্তর-পূর্বাঞ্চল রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগজনক পরিস্থিতি চলছে গত কয়েক দিন ধরেই। সেখানে এসব ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন কর্ণাটকের এসব ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের ওপর কর্ণাটকে আক্রমণ হামলা ইত্যাদি হচ্ছে বলে অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেছেন রাজ্যের অভিভাবকরাও। তারা রাজ্য সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেন।

রাজ্যের অভিভাবকরা স্বভাবতই উদ্বিগ্ন তাদের ছেলে-মেয়েদের নিয়ে।

রাজ্য সরকারের পক্ষ থেকে পুরো বিষয়ে কর্ণাটক সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি জানান, ভয়ের কোনো কারণ নেই। কর্ণাটক সরকারের সঙ্গে কথা হয়েছে তারা নিরাপত্তা সুনিশ্চিত করেছে।
এ বিষয়ে সংসদেও ঝড় বয়ে গেছে।

এদিকে রাজ্যের ছাত্র-ছাত্রীদের সেখানে যাতে নিরাপত্তার কোনো কমতি না হয়, সে জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের দারস্ত হয়েছে এসএফআই ও টিএসইউ। এসএসআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল শনিবার সকালে পুলিশ সদর দফতরে গিয়ে মহানির্দেশক প্রণয় সহায় এর হাতে তিন দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন।

পরে শ্রীদেব জানান, মূলত কর্ণাটকে রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে নিরাপত্তার কোনো কমতি অনুভব না করেন, নিজেদের ইচ্ছেমতো ছাত্র-ছাত্রীরা যাতে ফিরে আসতে পারেন সে জন্য যোগাযোগ ব্যবস্থা করা এবং সেখানে একটি হেল্পলাইন চালু করার দাবি জানানো হয়েছে।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কর্ণাটক সরকারের সঙ্গে এসব বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে মহাকরণ সূত্রে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।