ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত জুড়ে ঈদ উদযাপিত হচ্ছে

কলকাতা ব্যুরো/নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
ভারত জুড়ে ঈদ উদযাপিত হচ্ছে

নয়াদিল্লি/কলকাতা : পবিত্র রমজান মাস শেষে ঈদ‍ুল ফিতর উত্সবে আজ মাতোয়ারা বিশ্বের সকল মানুষের সঙ্গে ভারতের আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষ।

নতুন পোশাক।

মিষ্টিমুখ। রকমারি রান্না আজ ঘরে ঘরে। সম্প্রীতির উৎসবে শামিল ৮ থেকে ৮০।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী,  রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং।

অন্যদিকে ঈদ উপলক্ষে আসামে আঁটোসাটো নিরাপত্তা জারি রয়েছে। কোকড়াঝাড়, ধুবরি, চিরাংয়ে অতিরিক্ত সতর্কতা জারি করেছে তরুণ গগৈ সরকার।   সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

সাম্প্রতিক গোষ্ঠীসঙঘর্ষের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে এক হাজার কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মুসলিম শরণার্থীদের ক্যাম্পে অথবা নিকটবর্তী ঈদগায় নামাজ পড়তে অনুরোধ করেছে প্রশাসন। আসাম-বাংলাদেশ সীমান্ত ও গুয়াহাটিতে বাড়তি ৮ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঘরছাড়া বোড়োদের শরণার্থী শিবিরগুলিতেও।

গত ৩ দিনে বেঙ্গালুরু থেকে উত্তর ভারতের রাজ্যগুলিতে ব্যাপক হারে ফিরে যাচ্ছেন মানুষ। পরিস্থিতির দিকে নজর রেখে ১৭,০০০ পুলিসকর্মী, তিন কোম্পানি সিআরপিএফ ও তিন প্ল্যাটুন র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে শহরজুড়ে।

আজ সকালে ঈদে ভারতের সবচেয়ে বড় জামাত অনুষ্টিত হয় দিল্লির ঐতিহাসিক ঝামা মসজিদে। এখানে লাখো লাখো মুসল্লি সকালে নামাজ আদায় করেন। ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, বিহার, কেরালাসহ সর্বত্র ঈদ উদযাপিত হচ্ছে ব্যাপক উৎসাহের সাথে।

অন্যদিকে, ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা  ব্যানার্জি কোনও রকম মিথ্যা প্ররোচনায় কান না দিয়ে সুষ্ঠুভাবে খুশিরি ঈদ উদযাপনের জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেছেন।

ঈদের আগে রোববার সন্ধ্যায় কলকাতার বেশ কয়েকটি মসজিদও ঘুরে দেখেন তিনি। ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ঈদের অনুষ্টান যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই শুভ কামনা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এদিকে, খুশির ঈদের আনন্দবার্তায় উৎসবের সুরে  আলোকসজ্জা, রঙিন তোরণ আর ‘ঈদ মোবারক’ বার্তায় সেজেছে কলকাতার খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, ধর্মতলা, মোমিনপুরসহ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন অঞ্চল।

সোমবার ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় কলকাতার রেড রোডে। কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেন। নাখোদা মসজিদে জামাত হয় সকাল ৭টায়। পার্ক সার্কাস ময়দানে সকাল সাড়ে ৯টায় এবং মেটিয়াবুরুজের লাল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ১৫ মিনিটে।

এছাড়া, টিপু সুলতান মসজিদে সকাল সাড়ে ৭টা, রাজাবাজার জামে মসজিদে সাড়ে ৮টা, তপসিয়া ফুটবল মাঠে ৮টায়, বেকার হোস্টেলে সাড়ে ৭টা ও ৯টায় এবং হাওড়া ঈদগাহ ময়দানে ৯টায় ঈদের নামাজের জামাত অনুষ্টিত হয়।

কলকাতায় বসবাসরত আফগানিস্তানের বাসিন্দারা প্রতিবারের মতো এবারো ঈদের জামাতের পর কলকাতা ময়দানে পশতু নাচের আসরে মেতে ওঠেন।

বাংলাদেশ সময় : ১১০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর     
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।