ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

নয়াদিল্লি: সিঙ্গুর মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে শুক্রবার হাইকোর্টের রায়কেই পরবর্তী শুনানি পর্যন্ত জারি রাখার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

গত ২২ জুন সিঙ্গুর আইনকে অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন পিনাকীচন্দ্র ঘোষ ও মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে রাজ্য সরকার।

শুক্রবার শুনানিতে রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। টাটা মোটরস এবং অনুসারী শিল্প সংস্থাগুলোর প্রত্যেকেই নোটিশ দেওয়া হয়েছে৷

এদিকে, কলকাতা হাইকোর্টের সমস্ত অন্তর্বর্তী নির্দেশ আপাতত বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট৷ অর্থাত্‍ আপাতত জমি বিলি করতে পারবে না রাজ্য সরকার৷ মামলার শুনানি হবে ৪ সপ্তাহ পরে৷

টাটা মোটরসের আইনজীবী করঞ্জওয়ালার দাবি, সর্বোচ্চ আদালতের এই নির্দেশের ফলে হাইকের্টের পূর্ব নির্দেশই বহাল থাকল৷ এর ফলে সিঙ্গুরে জমি দিতে অরাজি কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ করতে পারবে না রাজ্য সরকার৷

অন্যদিকে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, হাইকোর্টের পূর্বতন নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট৷

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।