ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কয়লা ব্লক দুর্নীতি নিয়ে টানা ৪ দিন অচল ভারতীয় সংসদ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২

নয়াদিল্লি: বিক্ষোভের মুখে টানা ৪ দিন অচল হলো ভারতীয় সংসদ। কয়লা ব্লক বণ্টনে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পদত্যাগের দাবিতে অনড় বিজেপি।

শুক্রবারও তাদের প্রবল বিরোধিতার মুখে মুলতুবি করে দেওয়া হয় সংসদের দুই কক্ষের অধিবেশন।

সংসদের এ অচলাবস্থার জন্য বিরোধী শিবিরকেই কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম, আইনমন্ত্রী সলমন খুরশিদ এবং কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল।

তারা শুক্রবার সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে জানান, এনডিএ এবং অন্য সরকারের আমলে যেভাবে কয়লা ব্লক বণ্টন করা হতো, ইউপিএ আমলে সেই নীতিই অনুসরণ করা হয়েছে। সংসদে এ নিয়ে তারা আলোচনায় রাজি। প্রধানমন্ত্রীও বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন।

কয়লা ব্লক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা অসঙ্গত- এ দাবি করে কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল বলেন, যে বিজেপি এখন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার, রাজস্থান, ছত্তিশগড়, উড়িষ্যায় সেই দলের মুখ্যমন্ত্রীরাই এর আগে বণ্টন নীতির বিরোধিতা করেছিলেন। এনডিএ আমলে নিলামের কোনো ব্যবস্থাই ছিল না। বরং ইউপিএই নিলামপ্রথা শুরু করে।

লোকসভার অধ্যক্ষ চাইলে সোমবার প্রশ্নোত্তর পর্ব বন্ধ রেখে এ ইস্যুতে আলোচনাও শুরু করতে পারেন বলেও প্রস্তাব দিয়েছেন কয়লামন্ত্রী।

এ ইস্যুতে আলোচনায় তাদের কোনো আপত্তি নেই এবং প্রধানমন্ত্রী নিজেই যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, সংবাদ সম্মেলনে সে কথাও স্পষ্ট জানিয়েছেন চিদম্বরম।

আলোচনা এবং প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন সিপিএমের সাংসদ সীতারাম ইয়েচুরিও।

অন্যদিকে, সমঝোতার বার্তা নিয়ে বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কাছে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে।

কিন্তু এনডিএ শিবির কোনো অবস্থাতেই নমনীয় অবস্থান নেবে না বলে শিন্ডেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুষমা স্বরাজ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।