ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদোন্নতি কোটা বিল নিয়ে ভারতের রাজ্যসভায় হাতাহাতি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
পদোন্নতি কোটা বিল নিয়ে ভারতের রাজ্যসভায় হাতাহাতি

নয়াদিল্লি: ফের বিরোধীদের বিক্ষোভে উত্তাল ভারতীয় সংসদ। বুধবার প্রথম দফা মুলতবি থাকার পর বেলা ১২টা নাগাদ রাজ্যসভার অধিবেশন শুরু হয়।



কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। পদোন্নতিতে সংরক্ষণ (কোটা) বিল নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন সমাজবাদী পার্টির সদস্য নরেশ আগারওয়াল ও বহুজন সমাজবাদী পার্টির অবতার সিং। এর জেরেই একসময় হাতাহাতি হয় এই দুই সাংসদের মধ্যে।

এদিন বেলা ২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

অন্যদিকে, বিরোধীদের বিক্ষোভের জেরে এদিনের মতো মুলতবি হয়ে গেছে লোকসভার অধিবেশনও।

কয়লা ব্লক বণ্টনে দুর্নীতির অভিযোগে বিরোধীদের বিক্ষোভের জেরে শুরুতেই উত্তাল হয় ওঠে ভারতীয় সংসদের দুই কক্ষ।   লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা।

তাদের দাবি, সংসদে দাঁড়িয়ে কয়লা দুর্নীতির দায় স্বীকার করতে হবে প্রধানমন্ত্রীকে এবং আগের ৫৮টি কয়লা ব্লক বণ্টন বাতিল করে সেগুলির ফের নিলাম করতে হবে।

বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি বলেন, “কয়লা কেলেঙ্কারি ধামাচাপা দিতেই সংসদে পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ করছে ইউপিএ সরকার। ”

একইসঙ্গে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা। বিরোধীদের হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় সংসদের দুই কক্ষের অধিবেশন।

এরপর বেলা ১২টায় ফের শুরু হয় সংসদের দুই কক্ষের অধিবেশন। ফের বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় সংসদের দুই কক্ষ।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১২
আরডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।