ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিক্ষক দিবসে ২০ শিক্ষককে সম্মানিত করল ত্রিপুরা রাজ্য সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): শিক্ষক দিবস উপলক্ষে ২০ জন শিক্ষককে সম্মানিত করল রাজ্য সরকার।  

রাজ্যের বিদ্যালয় শিক্ষাদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার ৫১তম শিক্ষক দিবস উদযাপিত হয় আগরতলা টাউন হলে।

ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বোপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনকেই প্রতিবছর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এদিন অনুষ্ঠানে শিক্ষকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮ জন কর্মরত ও ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া দু’জন বিশিষ্ট ব্যক্তিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে ভূষিত করা হয়। এরা হলেন- ত্রিপুরেন্দ্র ভৌমিক ও মহাদেব চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “শিক্ষকের কাজ  শুধু ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া নয়। গোটা সমাজকে শিক্ষার মাধ্যমে সামাজিকতার পরিবর্তন আনা। ”

তিনি বলেন, “ব্যক্তি হিসেবে, সমষ্ঠিগত ভাবে শিক্ষক সমাজের আত্ম সমীক্ষার দিন আজ।   শুধু ছেলে মেয়েদের পরীক্ষায় পাসের জন্য তৈরি কর নয় শিক্ষকের আরো দায়িত্ব থাকে। সমাজে এদের অনেক দায়বদ্ধতা রয়েছে। ”

মুখ্যমন্ত্রী বলেন, “মূল্যবোধের  অবক্ষয়ের কারণে আত্মকেন্দ্রিকতা গ্রাস করেছে। আমরা স্বার্থপর হয়ে গেছি। আশপাশে কী হচ্ছে তা আর তাকিয়ে দেখছি না। এখানে শিক্ষকদের ভূমিকা রয়েছে। শিক্ষকেরাই পারেন চরিত্র গঠন করতে। চরিত্রকে ভিত্তি করেই জাতি গঠিত হয়। ”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুখ্যসচিব এসকে পান্ডা, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী বীজিতা নাথ,  বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব বনমালী সিনহা।

অনুষ্ঠনের সভাপতি ছিলেন  শিক্ষামন্ত্রী তপন চক্রবর্ত্তী।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।