ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার পুতুল নাচের দল গেল জার্মানি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার পুতুল নাচের দল গেল জার্মানি। আগামী এক মাস জার্মানির বিভিন্ন শহরে পুতুল নাচ দেখাবে এই দলটি।



ভারত-জার্মানির বৈদেশিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে জার্মানিতে। এ অনুষ্ঠানমালার মধ্যে থাকছে পুতুল নাচও। আর এ নাচ পরিবেশন করবেন ত্রিপুরার পুতুল নাচের শিল্পীরা। দুই দেশই এ বছরটি পালন করছে তাদের সম্পর্কের ৬০ বছর হিসেবে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আই সি সি আর) এ অনুষ্ঠান আয়োজন করছে।

এ মাসের ৯ তারিখ থেকে অক্টোবরের ৭ তারিখ পর্যন্ত ত্রিপুরা পাপেট থিয়েটারের দলটি থাকবে জার্মানিতে। সেখানকার বার্লিন, হুম্বারগসহ সব ক’টি শহরে পরিবেশিত হবে পুতুল নাচ।

ত্রিপুরা দলটি পুতুল নাচের মধ্য দিয়ে তুলে ধরবেন রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি। জার নাম দেওয়া হয়েছে “সেক্রিফাইস”।

ত্রিপুরা পাপেট থিয়েটারের এক সদস্য প্রভিতাংশু দাস বলেছেন, “ পুতুল নাচ হল ভারতের পুরানো একটি সংস্কৃতি। যার ব্যাপক ক্ষমতা রয়েছে দর্শক মনোরঞ্জনের। যখন সিনেমা ছিল না তখন পুতুল নাচ মানুষকে আনন্দ দিত। ”

জার্মানিতে যাচ্ছে মনিপুরের অন্য একটি সাংস্কৃতিক দলও। উত্তরপূর্ব ভারত থেকে ত্রিপুরা ও মণিপুর এ অনুষ্ঠানে যোগ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।