ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাকাশ গবেষণায় মাইলফলক, শততম স্যাটেলাইট পাঠালো ভারত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২

নয়াদিল্লি: একই সঙ্গে ২টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে শততম উৎক্ষেপণের নয়া মাইলফলক স্পর্শ করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

রোববার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘পিএসএলভি-সি২১’ রকেটের উড়ান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

 

এদিন নির্ধারিত সময় সকাল ৯টা ৫১ মিনিটে ফ্রান্সের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট স্পট-৬ এবং জাপানের তৈরি মাইক্রো স্যাটেলাইট নিয়ে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকল রওয়ানা হয় মহাকাশের পথে।  

ইসরোর আধিকারিকদের আশা, তাদের শততম উৎক্ষেপণ সাফল্যলাভ করবে। পিএসএলভি-সি২১ রকেট ৬৫৫ কিমি মেরু কক্ষপথে ২টি স্যাটেলাইট স্থাপন করবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।