ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নারী নির্য্যাতন বন্ধে সর্বদলীয় বৈঠকের দাবি কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে নারী নির্য্যাতন বন্ধ করতে ব্যর্থ এই অভিযোগ তুলে সর্বদলীয় বৈঠকের দাবি তুলেছে রাজ্য সরকারের শরিক দল কংগ্রেস।

সোমবার কলকাতার ধর্মতলায় প্রদেশ কংগ্রেসের মানবাধিকার শাখার এক সভায়েএ দাবি তোলা হয়।



এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে কাঠগড়ায় তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন ,ক্ষতিপূরণ সুরাহা নয়৷ নারী নির্যাতন রুখতে কঠোর হোক প্রশাসন প্রয়োজনে আইন সংশোধন করা হোক ৷রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে৷

আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয় বৈঠকের দাবি জানান তিনি ৷  

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় নারীদের উপর নির্যাতন হচ্ছে ৷নারীর অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ৷কিন্তু রাজ্য সরকার অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ব্যর্থ ৷রাজনৈতিক পালাবদলের পরও প্রশাসন সেই একই ঢঙে চলছে, প্রশাসনিক সংস্কার করতে হবে৷

বিরোধীদের ঢঙেই সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস নেতা আব্দুল
মান্নানও ৷

ডেঙ্গু নিয়েও এদিন সরকারের সমালোচনা করেন তিনি বলেন, সরকার তথ্য চাপার চেষ্টা করছে৷তারা সরব না হলে, সিপিএম ফিরে আসবে ৷তাতে অরাজকতা তৈরি হবে ৷

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
আরডি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।