ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় হবে রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় হবে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্কের (আর বি আই) আঞ্চলিক অফিস। এ জন্য প্রয়োজনীয় জমিও দেখেছে আর বি আই।

 

এ কথা জানিয়েছেন আর বি আই’র চিফ জেনারেল ম্যানেজার কে আর আনন্দ। রাজ্যে রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিস খোলার ব্যাপারে তিনি সম্প্রতি রাজ্য সরকারের সাথে কথাবার্তাও বলেন।

রুর‍্যাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট ডিপার্টমেন্ট নামে আগরতলায় একটি ছোট অফিস রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। এ অঞ্চলে রিজার্ভ ব্যাঙ্কের এ ধরনের বড় অফিস এটাই প্রথম। আঞ্চলিক অফিস হলে গোটা উত্তর পূর্বঞ্চলের আর্থিক বিষয়ে নজরদারি চালাতে সুবিধা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।