ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেসের ওপর থেকে সমর্থন তুলে নিলেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
কংগ্রেসের ওপর থেকে সমর্থন তুলে নিলেন মমতা

কলকাতা: ভারতজুড়ে ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার  ও ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে মোতাবেক আগামী শুক্রবার মন্ত্রিসভা থেকে তৃণমূল কংগ্রেস মন্ত্রীরা পদত্যাগ করবেন।



প্রসঙ্গত, তিন দিন আগে ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন মমতা। মঙ্গলবার ৭২ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর বিকেল ৫টা ১০ মিনিটে কলকাতার ঐতিহাসিক টাউন হলের অ্যানেক্স বিল্ডিং এর ভূগর্ভস্থ হলে তৃণমূলের বৈঠক বসে। বৈঠকে সব সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রীরাসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দুই দফায় ৩ ঘণ্টারও বেশি সময ধরে চলা ওই বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বৈঠক সূত্র বাংলানিউজকে জানায়, অতীতের মতো এদিন তৃণমূলকে সরকারের বিরোধিতা না করার অনুরোধ করে দিল্লি থেকে কংগ্রেসে শীর্ষ নেতৃত্ব বা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ফোন আসেনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি বলেন, “কংগ্রেস ব্ল্যাকমেইলিং করে সবার সঙ্গে। যেভাবে ইউপিএ-২ সরকার চলছে, তারা আলোচনা না করে সিদ্ধান্ত নিচ্ছে বারবার। এটা আমরা মানছি না। আমরা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শরিক হয়েও সম্মান পাইনি। ”

তিনি অভিযোগ করে বলেন, "কয়লা ব্লক বণ্টনের দুর্নীতি আড়াল করতে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতে চাই, তোমরা কাকে বাঁচাতে চাইছো, জানতে চাই, কেন কালো টাকা ফিরিয়ে আনছো না ভারতে? এবার পেনশন বিল আনবে, তারপর জীবনবীমা বিদেশিদের কাছে বিক্রি করবে। এটা কীসের সংস্কার, মানুষ মেরে সংস্কার আমরা মানব না। ”

তিনি বলেন, "আমরা এর বিরুদ্ধে ভারতে সর্বত্র আন্দোলন গড়ে তুলব। সংসদে এর বিরুদ্ধে ভোট দেব। আগামী শুক্রবার বেলা ৩টায় আমাদের সব কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পদত্যাগ পত্র দিয়ে দেবেন। "

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।