ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার চাপে মাথা নোয়াবে না কংগ্রেস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
মমতার চাপে মাথা নোয়াবে না কংগ্রেস

নয়াদিল্লি: ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) দ্বিতীয় সরকারের প্রতি মমতা ব্যানার্জীর সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই নিজেদের অবস্থান ঠিক করে ফেলল কংগ্রেস। কোনো মতেই তার চাপের কাছে এই মুহূর্তে মাথা নোয়াতে নারাজ ইউপিএ নেতা কংগ্রেস।



সমর্থন প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী রণকৌশল ঠিক করতে বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে কংগ্রেসের কোর কমিটির বৈঠক হয়। বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। এই বৈঠকের পর একটা বিষয় পরিষ্কার: আর্থিক সংস্কারের প্রশ্নে গৃহীত অবস্থান থেকে কোনো অবস্থাতেই পিছু হটছে না কংগ্রেস।

বৈঠক সূত্রে জানা গেছে, এদিন খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ ইস্যুতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ডিজেলের দাম কমানোর ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়।

এর পাশাপাশি সোনিয়া গান্ধী, মনমোহন সিং মমতার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন না। কেন্দ্রীয় তিন মন্ত্রীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিনের কোর কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম, আহমেদ প্যাটেল ও এ কে অ্যান্টনি।

এদিকে ইউপিএ-২ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়ে তৃণমূলে হঠকারি বলে কটাক্ষ করল জোট শরিক দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা ডিএমকে।

ডিএমকের পক্ষ থেকে এদিন বলা হয়েছে, মমতা ব্যানার্জীর  মত হঠকারি সিদ্ধান্ত তারা নেবে না। সব রাস্তাই খোলা রয়েছে, তবে এ ব্যাপারে তারা সব দিক বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার ভারত জুড়ে ধর্মঘটে তারাও সামিল হচ্ছে।  

সরকার থেকে সমর্থন প্রত্যাহারের জন্য তৃণমূল নেত্রীকে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রাটিক অ্যালায়েন্স বা  এনডিএর আহ্বায়ক জেডিইউ নেতা শরদ যাদবও।

অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেছেন, “মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অবস্থানে পরিষ্কার বামেদের সিদ্ধান্ত সঠিক। বামেদের ধর্মঘটের আহ্বান যে যুক্তিপূর্ণ তা তৃণমূলের সিদ্ধান্তেই প্রতিফলিত। আমরা মনে করি, জনস্বার্থবিরোধী এই কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর বামফ্রন্ট যে ধর্মঘট ডেকেছে তার বিরোধিতার পথ থেকে সরে আসবে তৃণমূল। ”

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।