ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সাধারণ ধর্মঘটে ব্যাপক সাড়া

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বৃহস্পতিবার সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়ে ত্রিপুরা। এ রাজ্যে ধর্মঘটে ব্যাপক সাড়া পাওয়া গেছে।



বৃহস্পতিবার সকাল থেকেই স্কুল, অফিস, আদালত চলেছে ঢিমে তালে। রাস্তায় নামেনি কোনো যানবাহন।

উল্লেখ্য, ডিজেলের দাম ৫ টাকা বৃদ্ধি, গ্যাস সিলিন্ডারের ওপর সরকারি ভর্তুকি প্রত্যাহার, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতিসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ভারত বন্‌ধের ডাক দেয় এনডিএ ও বামপন্থি দলগুলো।

এরই অংশ হিসেবে এদিন ত্রিপুরা বন্‌ধের ডাক দেয় রাজ্য বামফ্রন্ট কমিটি।

সকাল ৬টা থেকে শুরু হয় বন্‌ধ। সকাল থেকেই বামপন্থি দলের পিকেটাররা রাস্তায় নেমে বন্‌ধের সমর্থনে পিকেটিং করে।
 
সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল, কলেজ, অফিস, আদালতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল নগণ্য।

অন্যদিকে রাস্তায় গাড়ি, লোকজন ছিল না বললেই চলে। বন্‌ধের ফলে বেশ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।

তবে, বন্‌ধকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজ্য কংগ্রেস এ ধর্মঘটের বিরোধিতা করলেও এদিন তারা রাস্তায় নামেনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।