ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহনের বক্তৃতায় জামা খুলে বিক্ষোভ!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বক্তৃতা করছিলেন, ঠিক তখনি দিল্লির বিজ্ঞানভবনে নিজের পরনের জামা খুলে বিক্ষোভ করলেন এক ব্যক্তি।

শনিবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়ে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।



দিল্লি প্রশাসন স‍ূত্রে জানা গেছে, বিক্ষোভকারী সুমন কুমার পেশায় একজন আইনজীবী এবং বিহারের বাসিন্দা।  

সম্প্রতি ভারতে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গায়ের জামা খুলে বিক্ষোভ দেখান এই আইনজীবী। ঘটনাস্থলেই তাকে আটক করেছে দিল্লি পুলিশ।

এদিন প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ভারতের উচিত এমন পরিস্থিতি তৈরি করা যেখানে আরও বেশি করে বিনিয়োগকারীরা আসতে আগ্রহী হবে। দেশের আর্থিক বৃদ্ধির জন্য যা এই মুহূর্তে একান্তই প্রয়োজন।

তিনি বলেন, এটা আমদেরই দায়িত্ব, বিনিয়োগকারীদের সামনে পুরো পদ্ধতিটা স্বচ্ছ রাখা। স্বচ্ছ থাকলেই বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে।

প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে বলেন, ভারতীয়রা যথেষ্ট ভাগ্যবান, কারণ তারা জানে সত্যাগ্রহ কিভাবে পালন করতে হয়। ভারতবাসীকে সেই শিক্ষাই দিয়ে গেছেন মহাত্মা গান্ধী।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।