ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করেই তিস্তার পানিবন্টন: মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করেই তিস্তার পানিবন্টন: মমতা

কলকাতা: ভারতের ইউপিএ জোট সরকার থেকে তৃণমূলের সমর্থন প্রত্যাহারের ফলে যখন কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গের এ ক্ষমতাসীন দলটি মুখোমুখি অবস্থানে তখন তিস্তার পানি চুক্তি নিয়ে নতুন আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে পারস্পরিক আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।



গত শনিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করেন। সচিবালয় সূত্র এ কথা জানিয়েছে।

সূত্র জানিয়েছে, এসময় মুখ্যমন্ত্রী বলেছেন, ``রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করেই ঠিক করা হবে তিস্তার জল বাংলাদেশকে কতখানি দেওয়া হবে। ``

সূত্রটি আরো জানিয়েছে, মুখ্যমন্ত্রী আরো বলেছেন, ``দু’দেশের মানুষ একই ভাষায় কথা বলেন, একই গান করেন। শুধু তাদের মধ্যে যোগাযোগ একটু বাড়ালেই ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক দূর এগিয়ে যেতে পারে। ``

সাক্ষাতের পর পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, “দু’দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ। এ জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও অবদান রয়েছে। কেন্দ্র তার সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ রেখে চলেছে। ” এদিন দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কথা বলেছেন বলে জানান।

তিনি বলেন, “আলোচনা মূলত সৌজন্যমূলক হলেও খুবই ইতিবাচক হয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর [email protected] 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।