ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা হয়ে ঢাকা ফিরলেন সৈয়দ আশরাফ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২

নয়াদিল্লি: ভারতে সফর শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রোববার কলকাতা হয়ে ঢাকা ফিরে গেলেন।

গত ১৮ সেপ্টেম্বর তিনি ভারত সফরে নয়াদিল্লি এসেছিলেন।

শনিবার তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ও কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন।

এ সময় তিনি ভারতের নেতাদের কাছে তিস্তা পানি বণ্টন চুক্তি এবং সীমান্ত চুক্তি যাতে দ্রুত সম্পন্ন হয়, সে জন্য অনুরোধ করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

এবিষয়ে জানতে চাওয়া হলে ওই সূত্র জানিয়েছে, “এখন আবহাওয়া ভালো হয়েছে। গ্রীষ্ম কেটে গিয়ে শরৎ এসেছে! আশা করি, তিস্তা চুক্তি দ্রুত হয়ে যাবে। ”

সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলি নিয়ে তার সঙ্গে আলোচনা করেছেন রাহুল গান্ধী। দীর্ঘ বৈঠকে বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলির (এনজিও) ব্যাপারে কৌতূহল প্রকাশ করেছেন রাহুল। ওই সংগঠনগুলি সরকারের কাজে বাধা দেয় কি না তা জানতে চাওয়ার পাশাপাশি সেগুলির আড়ালে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে কি না, তা-ও জানতে চেয়েছেন রাহুল।

আশরাফুল ইসলাম বলেন, রাহুল গান্ধীর সঙ্গে রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সামাজিক পরিস্থিতি, বেসরকারি সংগঠনগুলির কর্মসূচি নিয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন।

এর পাশাপাশি তিনি বলেন, “এটা ঠিকই, কিছু সংগঠন ধর্মীয় মৌলবাদী হিসেবেই পরিচিত। কিন্তু ওই সংগঠনগুলির বেশির ভাগই বন্ধ করে দেওয়া হয়েছে। ”

শনিবার রাতে দিল্লি থেকে প্লেনে কলকাতা আসেন তিনি। ধর্মতলার গ্রান্ড হোটেল রাত যাপন করে রোববার সকালে ঢাকার উদ্দেশে কলকাতা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।