ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আর্থিক সংস্কারে মনমোহনের নীতিকে জোর সমর্থন কংগ্রেসের

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
আর্থিক সংস্কারে মনমোহনের নীতিকে জোর সমর্থন কংগ্রেসের

নয়াদিল্লি: ভারতের আর্থিক সংস্কারের ব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহনের নীতিকে জোরদার সমর্থন জানালো কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার সকালে নয়াদিল্লির ১০ জনপথে কংগ্রেস সভানেত্রীর বাসভবনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর মনমোহন সিংকে পাশে নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও পি চিদাম্বরম বললেন, দেশের প্রবৃদ্ধির জন্য আর্থিক সংস্কার জরুরি ছিল।



কংগ্রেস সভানেত্রী তৃণমূলের সমর্থন প্রত্যাহার করার ঘটনাকে কটাক্ষ করে বলেন, “ইউপিএ-২ সরকার থেকে একটি দল সমর্থন প্রত্যাহার করলেও সরকার স্থিতিশীল রয়েছে। বাইরে থেকে সমর্থন রয়েছে দুটি দলের। ”

অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংস্কার জরুরি ছিল বলেই তারা মনে করেন। দৃঢ় পদক্ষেপ না নিলে থমকে যেত দেশের প্রবৃদ্ধি। ভর্তুকির পরিমাণ কমাতে হবে। ”

প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল।

পরে কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেন, “টাকার জোগান বাড়ানো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে উৎপাদন বাড়ানোর প্রতি আরো গুরুত্ব দেওয়ার কথা এবং ভর্তুকিতে রাশ টানার কথাও বৈঠকে আলোচনা হয়েছে। তবে এদিনের বৈঠকে তেলেঙ্গানা ইস্যু ও মন্ত্রিসভার রদবদল নিয়ে কোনো আলোচনা হয়নি। ”

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে কোনো প্রস্তাব পেশ হয়নি বলেও জানিয়েছেন জনার্দন দ্বিবেদী৷

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টাম সেপ্টেম্বর ২৫, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।