ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত বেড়ার কাজ ৮০ শতাংশ সম্পন্ন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি রয়েছে আর ১৭৬ কিলোমিটার।



সোমবার এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মুখ্যমন্ত্রী জনিয়েছেন, ৮৪০ কিলোমিটারের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৬৪ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ হয়েছে।

উল্লেখ্য, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার ৮৪০ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে।

মানিক সরকার আরো জানান, বেড়া নির্মাণের কাজ কিছুটা সময় নিচ্ছে। কারণ, বেশ কিছু অঞ্চল পাহাড়ি। সেখানে ভূমিধস প্রতি বছরের ঘটনা। এছাড়া সীমান্তের মাঝে রয়েছে বেশ কিছু নদী আর কয়েক জায়গায় সীমান্ত ঘেঁষে রয়েছে মানুষের বসতি। ফলে ওইসব জায়গায় জমি পেতে অসুবিধা হচ্ছে। কিছু জায়গায় বেড়া নির্মাণে বাংলাদেশের আপত্তি ছিল। এসব সমস্যা দূর করতে একটু সময় নিয়েছে।

সম্প্রতি ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার কয়েকটি পয়েন্টে সীমান্তের জিরো লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে রাজি হয়েছে বলে জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।