ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বাস ধর্মঘট প্রত্যাহার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে তিনদিন ধরে চলে আসা বাস ধর্মঘট তুলে নিয়েছেন মালিকরা।

বৃহস্পতিবার সকালে রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত হওয়ার পর ত্রিপুরার রাস্তায় বাস চলাচল শুরু হয়েছে।



জানা গেছে, রাজ্য সরকার বাস মালিকদের ভাড়া বাড়ানোর ব্যপারে আশ্বস্ত করলে ধর্মঘট তুলে নেওয়া হয়।

বলা যায়, বাস ধর্মঘটের ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তৃণমূল সরকার ও ত্রিপুরার বামফ্রন্ট সরকার সম্পূর্ণ বিপরীত রাস্তা নিল।

ত্রিপুরা মোটর ট্রান্সপোর্ট অপারেটর কো-অর্ডিনেটর কমিটির কনভেনার জয়দেব পালের নেতৃত্বে ১২ জনের প্রতিনিধিদল বুধবার রাতে পরিবহনমন্ত্রী মানিক দের সঙ্গে দেখা করেন।

জয়দেব পাল বলেন, ২০১০ সাল থেকে চারবার ডিজেলের দাম বেড়েছে, আর এবার তো অনেক বেড়েছে। ১৯ সেপ্টেম্বর মধ্য রাত্রী থেকে অতিরিক্ত ৫ টাকা ৬৭ পয়সা বলবত হয়েছে। সব মিলিয়ে ৩৬ শতাংশ দাম বেড়েছে।

বাস মালিকরা বলছেন, সরকার শুধু তেলের চিন্তা করছে। আর অন্য যন্ত্রাংশের কোনো চিন্তা নেই। প্রতিনিধিদলের সব কথা শোনার পর পরিবহনমন্ত্রী ভাড়া বৃদ্ধির স্বপক্ষ্যে-বিপক্ষে কিছু বলেননি। তিনি আশ্বাস দেন পরিস্থিতি বিবেচনায় সরকার দেখবে।

ভাড়া বৃদ্ধির দাবিতে রাজ্যের বাস মালিকরা (একাংশ) ধর্মঘট শুরু করেছিলেন গত সোমবার। সেদিন অফিস টাইমে যাত্রীরা রাস্তায় বেরিয়ে দেখেন দক্ষিণ ত্রিপুরাগামী কোনো বাস নেই পথে।

পরিবহনমন্ত্রী মানিক দে জানিয়েছিলেন, গত সোমবার সকাল থেকে দক্ষিণ ত্রিপুরার রাস্তায় ৮০ থেকে ১০০টি বেসরকারি বাস চলাচল করেনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।