ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ভাতা পাবে ধোপা, ক্ষৌরকর্মী, মোটর শ্রমিক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে এখন থেকে ধোপা, ক্ষৌরকর্মী এবং মোটর শ্রমিকদের মাসিক পাঁচশ’ টাকা করে ভাতা দেওয়া হবে।

এর মাধ্যমে আরো একটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করল ত্রিপুরার বামফ্রন্ট সরকার।



মঙ্গলবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ সম্মেলন এ খবর জানান।

মুখ্যমন্ত্রী জানান, নভেম্বর থেকেই রাজ্য সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “দেশের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সেলুন কর্মী বা নাপিতদের মাসিক ভাতা দেওয়ার বিষয়টি চালু হলো।

মুখ্যমন্ত্রী জানান, যেসব সেলুনকর্মীর বয়স ৫৫ বছরের বেশি এবং যারা কমপক্ষে ১০ বছর এই পেশার সঙ্গে জড়িত তাদেরই ভাতা দেবে রাজ্য সরকার। এ জন্য যোগ্যদের কাছ থেকে দরখাস্ত চেয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এখন ২০টি ভাতা চালু করেছে। এর মধ্যে মাত্র তিনটির আংশিক টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

বাকিগুলো দেওয়ার হবে রাজ্যের  তহবিল থেকে। এতে সব মিলিয়ে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হচ্ছেন।

মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো জানিয়েছেন, এসপি ও জওয়ানদের মাসে ১২৫ রুপি করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। যারা বিভিন্ন পঞ্চায়েতে পাম্প মেশিন চালান তাদের শারদীয় উৎসবে ২০০ টাকা করে উৎসব অনুদান দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।