ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাজীর শব্দের ওপর কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২

কলকাতা: আসন্ন শারদ উৎসবে ৯০ ডেসিবেলের বেশি মাত্রায় শব্দ সৃষ্টিকারী পটকা বা আতশবাজী ব্যবহার করা যাবে না বলে আবারও জানালো কলকাতা হাই কোর্ট।

শব্দবাজীর মাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন রাজ্যের বাজী প্রস্তুতকারক সংস্থগুলোর পক্ষ থেকে গয়ারাম মন্ডল।



তিনি ওই আবেদনে বলেন, ৯০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দবাজীর চাহিদা সাধারণ মানুষের কাছে বেশি। রাজ্য সরকারের মাত্রা নির্ধারণ করে দেওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ব্যবসার সঙ্গে লাখের অধিক মানুষ যুক্ত।

আবেদনে আরও বলা হয়, এর ফলে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে রাজ্য সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এর তীব্র বিরোধিতা করে রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী  নয়ন বিহানি বলেন, এটা বাড়ানো উচিত নয়, কারণ রাজ্যবাসী দীর্ঘদিন ধরে এই মাত্রাকে মেনে নিয়েছেন। এটা বাড়ালে তারা বিরক্ত বোধ করবেন। এর ফলে শব্দ দূষণের মাত্রা বাড়বে।

দুইপক্ষের বক্তব্য শোনার পর হাই কোর্টের ডিভিসন বেঞ্চ বাজী প্রস্তুতকারক সংস্থগুলোর আবেদন খারিজ কর‍ার নির্দেশ দিয়ে বলেন, এই শব্দবাজী নিয়ে পুলিশকে আরও তৎপর হতে হবে। পূজোর বিসর্জণে অনিয়ন্ত্রিতভাবে শব্দবাজী ব্যবহার না হয় তার দিকে নজর রাখতে হবে। আর যদি অনিয়ন্ত্রিতভাবে বাজীর ব্যবহার হয় তার জন্য পুলিশ দায়ী থাকবে।

বাংলাদেশ সময়:১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২

সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।