ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’ ২২ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২

ঢাকা: ভারতের কলকাতায় আগামী ২২ নভেম্বর শুরু হবে ‘বাংলাদেশ বইমেলা ২০১২’। গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, ১/১ আচার্য জগদীশ চন্দ্র বোস স্ট্রিট, রবীন্দ্রসদনে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলার বিশেষত্ব হলো, এখানে বই পাওয়া যাবে শুধু বাংলাদেশি প্রকাশকদের।

২০১১ সালের ১২ থেকে ১৬ অক্টোবর কলকাতায় একই স্থানে প্রথমবার বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয়।  

এবারের মেলা চলবে ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। ৫ দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের ২৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।

বুধবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনে রফতানি উন্নয়ন ব্যুরোর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ।

গতবছর পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় বাংলাদেশের উপ-দূতাবাসের আমন্ত্রণে ভারতের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ফরিদ আহমেদ বলেন, “বাংলাদেশি বইয়ের এ মেলায় বাংলাদেশি সংবাদমাধ্যমের সহায়তা পাবো বলে বিশ্বাস করি। একটি দেশের সংস্কৃতি সেদেশের গণ্ডি ছাড়িযে সারা বিশ্বে পরিচিতি লাভ করে মিডিয়ার কল্যাণে। বাংলাদেশের পাঠকদের কাছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখকদের একটি পরিচিতি আছে। কিন্তু যে কারণেই হোক পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীদের কাছে বাংলাদেশের কবি-সাহিত্যিকরা অতটা পরিচিত নন। ”
 
পশ্চিমবঙ্গে বাংলাদেশের বইয়ের একটি নির্দিষ্ট পাঠকশ্রেণী আছে উল্লেখ করে তিনি বলেন, “এখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের লেখকদের বই পাঠ্যসূচির অন্তর্ভূক্ত। কিন্তু এখানে বাংলাদেশের বইয়ের অপর্যাপ্ততা যথেষ্ট পরিমাণে। আর এ কারণে পাঠক বেড়েছে কম। ”

এ সময় তিনি গতবছরের মেলার সফলতার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশ বইমেলা উপলক্ষ্যে ২৩ নভেম্বর বিকেল ৫টায় কলকাতার বিরলা প্ল্যানেটরিয়াম সেমিনার হলে ‘বাংলা বই ও বাংলা বইয়ের পাঠক’ শীর্ষক আলোচনা সভা হবে। ২৫ নভেম্বর বিকেল ৫টায় কলকাতার রোটারী সদন মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদের প্রতি বাঙালি পাঠকের শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামে স্মরণসভা।

এছাড়াও স্থানীয় সাংবাদিক, লেখক, প্রকাশক ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় করা হবে।

মেলার আয়োজক বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ জ্ঞান ও সুজনশীল প্রকাশক সমিতি এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১২
এমআইআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।