ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় হাতি অভয়ারণ্য করার উদ্যোগ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় দুটি হাতি অভয়ারণ্য করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বনমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।



মন্ত্রি জানান, রাজ্যে হাতির সংখ্যা কমে যাচ্ছে। অথচ অতীতে হাতির জন্য রাজ্যের খুব সুনাম ছিল। সে সুনাম ফিরিয়ে আনার জন্য রাজ্যে দুটি হাতি অভয়ারণ্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তিনি জানান, দুটি অভয়ারণ্যের একটি হবে অমরপুরের গান্ধারিতে এবং অন্যটি হবে আঠারমুড়া পাহাড়ে। অমরপুরের গান্ধারি অভয়ারণ্যের জন্য এরইমধ্যে জায়গা নির্বাচন করা হয়েছে। কাজও শুরু করেছে বন দপ্তর। তবে আঠারমুড়ার জায়গা এখনো ঠিক হয়নি।

অমরপুর এবং আঠারমুড়া এলাকায় এখনো বেশ কিছু হাতি রয়েছে। ফসলের সময় জঙ্গল থেকে হাতি বেরিয়ে প্রতি বছর ফসলের ক্ষতি করে।

বনমন্ত্রী জানান, স্থানীয় লোকজন অভয়ারণ্য তৈরির জন্য জায়গা ছেড়ে দিতে রাজি হয়েছে। কিছু দিন আগে বন দপ্তরের পক্ষ থেকে একটি হাতি সুমারি করা হয়েছিল, তাতে দেখা গেছে রাজ্যে এখনো ৫৯টি হাতি রয়েছে।

রাজন্য আমলে ত্রিপুরার মহারাজারা বাংলার নবাবকে খাজনা দিত হাতি হিসেবে। বছরে নবাবকে একটি নির্দিষ্ট সংখ্যক হাতি ভেট দিয়ে খাজনা পরিশোধ করত তারা। কালক্রমে হাতির সংখ্যা কমে এসেছে রাজ্যে। ফলে রাজ্য সরকার হাতির সংখ্যা বাড়ানোর জন্য অভয়ারণ্য করতে নতুন করে উদ্যোগী হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: জয়নাল ‍আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।