ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৫০

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): গত চব্বিশ ঘণ্টায় ত্রিপুরা রাজ্যে তিনটি সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

তিনটি দুর্ঘটনাই ঘটে রোববার রাতে। প্রচণ্ড কুয়াশা থাকায় দুর্ঘটনাগুলো ঘটেছে বলে জানা গেছে।

ধর্মনগর, সিধাই এবং মোহনপুরে দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে সিধাইয়ের দুর্ঘটনায়ই নিহত হন ছয়জন।

রোববার রাতে আগরতলা থেকে যাত্রী নিয়ে খোয়াই যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সিধাইতে এসে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি জিপের। এতে ঘটনাস্থলে মারা যান একজন। আহত হন কমপক্ষে চল্লিশজন।

আহতদের নিয়ে আসা হয় স্থানীয় জিবি হাসপাতালে। সেখানে রোববার গভীর রাতে আরও দু’জনের মৃত্যু হয়। সোমবার দুপুরে মারা যান আরো তিনজন। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, বিশাল দেববর্মা (৫), ধনঞ্জয় দেববর্মা (২০), ও ঊষারঞ্জন দেববর্মা (২৭)।
 
অপরদিকে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় মহোনপুরে ছয়জন এবং ধর্মনগরে পাঁচ জন আহত হন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।