ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): প্রচণ্ড ঠাণ্ডায় ত্রিপুরাসহ উত্তরপূর্বাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। শীতে জলের স্তর নিচে নেমে যাওয়ায় কমেছে জলবিদ্যুৎ উৎপাদনও।

সব মিলিয়ে বিদ্যুৎ ঘাটতিতে চলছে রাজ্য।

রাজ্য বিদ্যুৎ উৎপাদন সূত্রে এ খবর জানা গেছে।

গত কয়েক দিনে ঘন কুয়াশার কারণে নীপকর রামচন্দ্রনগর এবং বড়মুড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে অর্ধেক হয়ে গেছে। ফলে চাহিদার তুলনায় রাজ্যে বিদ্যুতের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ১৪ ডিগ্রি তাপমাত্রাতেও সন্ধ্যার পর রাজ্যে দেড় ঘণ্টার বেশি লোড শেডিং থাকছে।

নীপকর রামচন্দ্রনগর তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমান উৎপাদন ক্ষমতা ৮৪ মেগাওয়াট। ঘন কুয়াশার কারণে এখান থেকে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াটেরও কম। একই অবস্থা বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। এই কেন্দ্রের ক্ষমতা ৪২ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৮ মেগাওয়াট।

রাজ্যে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় দুই’শ মেগাওয়াট। রাজ্যের উৎপাদন কমে ৭৫ থেকে ৮০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। বাইরে থেকেও ৫০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। ফলে ঘাটতি থাকছে প্রায় ৭৫ থেকে ৭০ মেগাওয়াট।

বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, উত্তরপূর্বাঞ্চলের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রই জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু শীতে জলস্তর কমে যাওয়ায় সেখানে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। রাজ্যের চাহিদা অনুসারে বাইরে থেকেও বিদ্যুৎ আনা যাচ্ছে না।

সব মিলিয়ে রাজ্যের মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিদ্যুহীন জীবন কাটাতে হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: জয়নাল ‍আবেদীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।