ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অঞ্জন ঘোষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক অঞ্জন ঘোষ।

শুক্রবার বিকেলে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে ফ্যাক্স বার্তায় পাঠানো হয় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম।



১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালে হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর প্রথম উপাচার্য হন অধ্যাপক অরুণোদয় সাহা।

এতদিন অধ্যাপক সাহা ছিলেন উপাচার্য। অধ্যাপক অঞ্জন ঘোষ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হচ্ছেন।

তিনি কানপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) কর্মরত ছিলেন। পেশায় তিনি প্রযুক্তিবিদ। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য গঠনের প্রক্রিয়া চলছিল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১২
এমইউএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।