ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় জাতীয় চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  সোমবার সন্ধ্যায় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে প্রথম বারের মতো জাতীয় চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী শুরু হয় আগরতলায়। প্রদর্শনী উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

উদ্বোধনী বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, “ছবি মানুষকে প্রেরণা যোগায়, মানুষকে ভাবায়। ছবি এমন হওয়া উচিত যেখানে মানুষের কথা থাকে। থাকে তার অনুভুতি, আনন্দ, সময়, আক্রমণ, হতাশার কথা। ছবিতে মানুষের মুখ না থাকলে সে ছবি গুরুত্ব হারায়। কারণ আজকের ছবি আগামী দিনের ইতিহাস। ”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার। তিনি বলেন, “জাতীয় মানের এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমরা গৌরবান্বিত। এ ধরনের প্রদর্শনী রাজ্যের শিল্পীদের কাছে সুযোগ তৈরি করবে নিজের শিল্পকর্মকে বাইরের শিল্পীদের সঙ্গে মিলিয়ে দেখার। ”

ললিতকলা একাডেমী এই জাতীয় প্রদর্শনীর উদ্যোক্তা। সাহায্য করেছে ত্রিপুরার উচ্চশিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর। সারা দেশ থেকে চিত্র এবং ভাস্কর্য মিলিয়ে ১২৪টি মডেল এসেছে এবারের জাতীয় চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীতে। এর মধ্যে স্থান করে নিতে পেরেছে ত্রিপুরার দুটি মডেলও। প্রদর্শনীতে অংশ নিতে সারা দেশ থেকে আবেদন জমা পড়েছিল ৮০৩৭টি। জমা দিয়েছিলেন ৩৭৫৩ জন শিল্পী।

এবার হচ্ছে ৫৪তম জাতীয় প্রদর্শনী। এর আগে মাত্র একবার উত্তরপূর্বাঞ্চলে এ ধরনের প্রদর্শনী হয়েছে। সেটা ২০০০ সালে গুয়াহাটিতে। সেদিক থেকে আগরতলার এ প্রদর্শনী নিয়ে উৎসাহিত রাজ্যের শিল্পী, বুদ্ধিজীবীরা।
প্রদর্শনী চলবে ২০ দিন।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।