ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন

কলকাতা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন

কলকাতা: শনিবার স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মদিন সারা ভারতজুড়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হল। তার জন্মস্থান পশ্চিমবঙ্গে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে দিবসটি।



১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতার সিমলার দত্ত বাড়িতে জন্মগ্রহণ করেন বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর প্রথম পুত্র সন্তান নরেন্দ্রনাথ।

তারপর ধীরে ধীরে সিমলার দত্ত বাড়ি থেকে রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য নরেন। সেখান থেকে নবযুগের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ। সার্ধশতবর্ষে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে ভোর থেকে মানুষের ঢল নেমে আসে বেলুড় মঠে। যুগনায়কের জন্মভিটা সিমলা স্ট্রিটের বাড়িতে শ্রদ্ধা জানাতে ভিড় করে অসংখ্য মানুষ। পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও সেখানে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে।

জেলার বিভিন্ন জায়গাতেও স্বামীজীকে শ্রদ্ধা জানাতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দর জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল ৭ টায় শুরু হয় শোভাযাত্রাটি। বেলা সড়ে ১০টায় পৌঁছায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এই শোভাযাত্রায় অংশ নেন সাধারণ মানুষরাও।

শনিবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দিনভর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঐতিহ্য রক্ষায় বিবেকানন্দের বাড়ির সামনের একটি অংশ অধিগ্রহণ করেছে কলকাতা পৌরসভা। পৌরসভার তরফে ওই অংশটির স্বত্ব মঠের হতে তুলে দেওয়া হয়েছে। ওই অংশে বেসরকারি নির্মাণের কাজ চলছিল। বিবেকানন্দের বাড়ির সামনে ওই বেসরকারি নির্মাণ গড়ে উঠলে স্থান মাহাত্ম্য নষ্ট হবে বলে আপত্তি তুলেছিল রামকৃষ্ণ মঠ ও মিশন। তাদের আপত্তির প্রেক্ষিতে পৌরসভা কর্তৃপক্ষ অংশটি অধিগ্রহণ করে।


মঠের পক্ষ থেকে বিষয়টি মুখ্যমন্ত্রীকে দেখতে অনুরোধ করা হয়েছিল। শুক্রবার কলকাতা পৌরসভার তরফে বিবেকানন্দের বাড়িতে তাঁর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, ‘‘ভগিনী নিবেদিতার বাড়ির সামনের একটি বাড়িও  পৌরসভা অধিগ্রহণ করেছে। ”


বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।