ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আখাউড়া সীমান্তে বিএসএফের হয়রানি: বিপাকে ঢাকা-আগরতলার বাসযাত্রীরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আখাউড়া সীমান্তে অযথা হয়রানির শিকার হচ্ছেন ঢাকা-আগরতলার বাসযাত্রীরা। অভিযোগের তির ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দিকে।

এরই মধ্যে এ ব্যাপারে বিএসএফের কাছে অভিযোগও জানানো হয়েছে।

বেশ কিছু দিন ধরেই বিএসএফ জওয়ানরা তল্লাশির নামে হয়রানি করছে বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের কর্মীরা।

বাসের যাত্রী ইমানুল হক জানিয়েছেন, এক ব্যাগ চার বার করে পরীক্ষা করছে বিএসএফ। তল্লাশির নাম করে ব্যাগে থাকা সমস্ত জিনিসপত্র করছে লণ্ডভণ্ড। কিছু বলতে গেলেই চোখ রাঙাচ্ছে জওয়ানরা।

ইমানুল হকের বাড়ি আসাম। তার পিসি গত চার জানুয়ারি আগরতলা থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলেন। সে বাসেও এমন তল্লাশি চালায় বিএসএফ। ঐ ভদ্র মহিলা তার কানের দুল পর্যন্ত হারিয়ে ফেলেন সেই তল্লাশিতে। পরে জওয়ানদের জানিয়েও কোনো লাভ হয়নি।

গত ৪ জানুয়ারি বাসে করে যে যাত্রীরা যাচ্ছিলেন, তারা এ হয়রানির পর সবাই মিলে অভিযোগ জানান কাস্টমস এবং বিৎএসএফের কমান্ডিং অফিসারের কাছে। তারা তাদের পাসপোর্ট নম্বর সহ অভিযোগ পত্র জমা দেন।

শ্যামলী পরিবহনের কর্মীরা জানিয়েছেন, কাস্টমস চেকিং হয়ে যাওয়ার পরও বিএসএফ এ তল্লাশি চালাচ্ছে। ফলে সীমান্তে আটকে থাকতে হচ্ছে দুই থেকে আড়াই ঘণ্টা। এতে ঢাকা পৌঁছতে দেরি হচ্ছে অনেক।

উল্লেখ্য, প্রতিদিনই প্রচুর সংখ্যক মানুষ বাসে ঢাকা আগরতলা যাতায়াত করেন। ঢাকা হয়ে কলকাতা যেতে খরচ পড়ে কম। আবার বাংলাদেশের অনেকেই বাসে আগরতলা এসে পরে বিমান ধরে যাচ্ছেন কলকাতা। সুবিধা হচ্ছে তাদেরও।

এখন সমস্যা একটাই। বিএসএফের অযথা তল্লাশি।

 বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।