ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভা নির্বাচন

অবশিষ্ট কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের ৬০ আসনের ৫৯টিতে আগেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। বুধবার অবশিষ্ট আসনটির প্রার্থীর নামও ঘোষণা করেছে তারা।


 
৬০টি আসনের মধ্যে প্রার্থী ঘোষণা বাকি ছিল শুধু বনমালীপুর কেন্দ্রের। এ কেন্দ্রের প্রার্থীর নামও বুধবার ঘোষণা করা হয়েছে। এ কেন্দ্রে লড়বেন যুধিষ্ঠির দাস। তিনি বামফ্রন্টের সিপিআই দলের প্রার্থী। যুধিষ্ঠির দাস পেশায় চিকিৎসক।
 
পূর্ব ঘোষণা অনুযায়ী ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম। বাকি পাঁচটিতে লড়বে তিন শরিক। এর মধ্যে দুটি করে আসনে লড়ছে সিপিআই এবং আর এস পি। একটি আসনে লড়ছে ফরোয়ার্ড ব্লক।
 
এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ফ্রন্টের বড় শরিক সিপিএমের কাছে নতি স্বীকার করেই বনমালীপুর কেন্দ্রে প্রার্থী দিতে হলো সিপিআইকে। কারণ এ কেন্দ্রে সিপিআইর রাজ্য সম্পাদক প্রশান্ত কপালির প্রার্থী হওয়ার কথা ছিল। তিনি বরাবরই এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রশান্ত কপালিকে প্রার্থী করার বিষয়ে বড় শরিক সিপিএম এবার রাজি ছিল না। তাদের দাবি ছিল যুধিষ্ঠির দাসকে প্রার্থী করতে হবে। যে কারণে প্রথম দফায় একসঙ্গে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বামফ্রন্ট।

শেষ পর্যন্ত সিপিএমের দাবি মেনে যুধিষ্ঠির দাসকেই প্রার্থী করতে হল সিপিআইকে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
প্রতিবেদন: তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।