ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাষ্ট্রপতিভবন খুলে যাচ্ছে সর্বসাধারণের জন্য

কলকাতা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩
ভারতের রাষ্ট্রপতিভবন খুলে যাচ্ছে সর্বসাধারণের জন্য

কলকাতা: ভারতের ঐতিহ্যমণ্ডিত রাষ্ট্রপতি ভবনের দরজা এবার খুলে যাচ্ছে আমজনতার জন্য। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পরে গত কয়েক মাসে রাষ্ট্রপতি ভবনে দর্শনার্থীর সংখ্যা তিনগুণ বেড়েছে।



শুধু তাই নয়, দর্শকদের আসার ব্যাপারে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন, ঘুরে দেখার সময়সীমা বাড়ানো, সপ্তাহান্তে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ এবং রাষ্ট্রপতি ভবনের মধ্যে নতুন এলাকাঘুরে দেখার সুযোগ করে দেওয়ার মতো কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।

এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপতিদের যেসব বই উপহার হিসেবে দেওয়া হয়েছে, তার ডিজিটালাইজেশনও করা হয়েছে।

নতুন করে সংস্কার করা রাষ্ট্রপতি ভবনের গ্রন্থাগার পরিদর্শন করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, এই গ্রন্থাগারে বসে বই পড়েই তিনি পাঁচ বছর অতিবাহিত করতে পারেন।

রাষ্টপ্রতি ভবনের এই গ্রন্থাগারও খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য।
    
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে একান্ত আলাপচারিতায় রাষ্ট্রপতি জানান, তিনি ইতিহাস বিষয়ে পড়াশোনা করে সময় কাটাতে আগ্রহী। বর্তমানে তিনি বিধানসভার কার্যবিবরণী পড়ছেন। বিশেষকরে, ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরের বিতর্কগুলো।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ভেনুরাজা মণি বলেন, “ডিজিটালাইজ ক্যাটালগ তৈরির একটা পরিকল্পনা করা হয়েছে। এটা ওয়েবাসইটের সঙ্গে যুক্ত করা হবে। নির্দিষ্ট কোনো বই পড়ার ব্যাপারে উৎসাহী গবেষক আগ্রহ প্রকাশ করলে, সেই সুযোগ তিনি পাবেন। ”
    
রাষ্ট্রপতির নির্দেশে রাষ্ট্রপতি ভবনে বড় আকারে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে আছে মিউজিয়াম এবং দরবারহলও। নিজেকে কীভাবে সকলের স্মরণে রাখতে চান ? এই প্রশ্নে রাষ্ট্রপতির ছোট্টজবাব, সেটা মানুষই ঠিক করবে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩
এসএস/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।