ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভা নির্বাচনে বিজেপি লড়ছে ২৪ আসনে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩

আগরতলা (ত্রিপুরা):  সিপিএমের বিকল্প কংগ্রেস নয় বিজেপি। এই শ্লোগান তুলেই এবার রাজ্যে বিধানসভা ভোটের প্রচার অভিযান শুরু করছে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়ছে ২৪ আসনে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি লড়েছিল ৪৮ টি আসনে। ভোট পেয়েছিল এক শতাংশেরও কম। এবার তারা লড়ছে গতবারের চাইতে অর্ধেক আসনে।

ফলে পাঁচ বছরের মধ্যে যারা লড়ছে অর্ধেক আসনে তারা কীভাবে শাসক দলের বিকল্প হয়ে উঠবেন তা জানাতে ব্যর্থ রাজ্যের বিজেপি নেতারা।
 
তবে বিজেপি নেতারা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করছেন কংগ্রেস সিপিএম দুই দলের বিরুদ্ধেই। তারা বলছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল ও কংগ্রেস দল নানা ধরনের মিথ্যে প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে ভোট বাজার গরম করতে চাইছে।

বিজেপি’র সভাপতি সুধন্য দাসগুপ্ত বলেন, ‘‘শাসক দল কেবল উন্নয়ন উন্নয়ন বলে বুলি আউড়াচ্ছে। বাস্তবে উন্নয়ন কিছুই হয়নি। অন্যদিকে নির্বাচন যত এগিয়ে আসছে কংগ্রেস নেতারাও মিথ্যের ঢাক ঢোল পিটিয়ে ফর্ম বিলি করছে বেকার ভাতার নামে। এ এক নতুন ধরনের রাজনীতি। ’’

বিজেপি অভিযোগ করেছে রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন কিছুই হয়নি। হয়েছে শুধু পার্টি অফিস আর নেতাবাবুদের চাকুরী বাগিয়ে নেওয়া।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩
এডিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।