ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বিধানসভা নির্বাচন

প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্ট কমিটির

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): প্রত্যাশা মতই বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করল ত্রিপুরা বামফ্রন্ট কমিটি। বুধবার আগরতলায় যখন তাপমাত্রা ৪ দশমিক ৬ তখন সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনী উত্তেজনার পারদ বাড়িয়ে রাখল ফ্রন্ট।



এদিন সন্ধ্যায় মেলারমাঠে সিপিআই (এম) রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে ৬০টি বিধানসভার মধ্যে ৫৯ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নয় নম্বর বনমালিপুর আসনে এখনো প্রার্থীর নাম জানায় নি বামফ্রন্ট। এখানে বামফ্রন্টের অন্য শরিক সিপিআই প্রার্থী দেবে।

আগেই ঘোষণা হয়েছিল ৬০ টি বিধানসভার আসনের মধ্যে ৫৫ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম। বাকি পাঁচটিতে লড়বে তিন শরিক। এর মধ্যে দুটি করে আসনে লড়ছে সিপিআই এবং আর এস পি। একটি আসনে লড়ছে ফরোয়ার্ড ব্লক।

প্রকাশিত প্রার্থী তালিকায় স্থান পেয়েছে নতুন ১২ জন। নারী প্রার্থী রয়েছেন পাঁচ জন। আর সংখ্যালঘু মুসলিম অংশের প্রার্থী রয়েছেন দুজন। তবে প্রার্থী তালিকায় এবার কোন চমক নেই। যারা নতুন প্রার্থী হচ্ছেন তাদের করা হচ্ছে বিধানসভা এলাকার সীমানা পুনর্বিন্যাসের কারণে।  

বাদ পড়েছেন সাতজন বিধায়ক। বামফ্রন্ট মন্ত্রী সভার ১২ মন্ত্রীই পুনরায় প্রার্থী হচ্ছেন। মুখ্যমন্ত্রী মানিক সরকার দাঁড়াচ্ছেন তার পুরানো ধনপুর কেন্দ্র থেকেই। মন্ত্রী সভার সব সদস্যই তাদের পুরানো কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন।

রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক সাংসদ খগেন দাশ প্রার্থী তালিকা ঘোষণা করেন। তার সাথে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর এবং বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দও। প্রার্থী তালিকা ঘোষণা দিয়ে খগেন দাশ বলেন, “আমরা ত্রিপুরার ভোটারদের কাছে আবেদন করছি শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে প্রতিটি আসনেই বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করুন। রাজ্যে ৭৮ সালের ইতিহাস আবার ফিরিয়ে আনুন। ”

উল্লেখ্য ৭৮ সালে বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ৬০ টি বিধানসভা আসনের মধ্যে একটিও জিততে পারেনি কংগ্রেস। সেবারই প্রথম রাজ্যে বামফ্রন্ট সরকার স্থাপন হয়।

তীব্র ঠাণ্ডার মধ্যেও বুধবার রাজ্যের বিভিন্ন এলাকায় বামফ্রন্ট প্রার্থীদের নিয়ে মিছিল হয়।

ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এখনো ভারতের নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নি। কিন্তু তার আগেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল ফ্রন্ট।

তবে বরাবরই নির্বাচন ঘোষণার পর বাম ফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। এবারই হয়তো প্রথা ভেঙ্গে আগে ভাগেই প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে ত্রিপুরা বামফ্রন্ট।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।