ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলার সংবাদমাধ্যমে কাদের মোল্লার ফাঁসি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
আগরতলার সংবাদমাধ্যমে কাদের মোল্লার ফাঁসি

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির খবর স্থান করে নিয়েছে ভারতের আগরতলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে।

আগরতলা থেকে ২৩টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়।

শুক্রবার প্রকাশিত
প্রায় সব ক’টি পত্রিকার প্রধান শিরোনামে ছিল কাদের মোল্লার ফাঁসির খবর।

আগরতলার ইলেকট্রনিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার রাতেই প্রচার করেছে আলোচিত এ ফাঁসির খবর। শুক্রবার সকাল থেকেও ক্রমাগত প্রচার করছে ফাঁসি কার্যকরের খবর।

রাজ্যের সবচেয়ে বেশি প্রচলিত সাংবাদপত্র ‘দৈনিক সংবাদ শীর্ষক খবর’
শিরোনামে লিখেছে, ’৭১-এর কসাই কাদেরের মৃত্যুদণ্ড কার্যকর হল’।

দ্বিতীয় সর্বাধিক প্রচলিত দেশের কথা পত্রিকা তাদের শিরোনামে লিখেছে ‘একাত্তরের মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানো হল’।

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় আলোচিত বিষয় ছিল কাদের মোল্লার ফাঁসির ঘটনা।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।