ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে দোতলা বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে দোতলা বাস ছবি: সংগৃহীত

কলকাতা: কলকাতার রাস্তায় আবারও দোতলা বাসের দেখা মিলবে। গত বাম সরকারের আমলে বাতিল হয়ে যাওয়া দোতলা বাসকে শহরের বুকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে বলে জানালেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র।



অতিরিক্ত জ্বালানি খরচ ও অপেক্ষাকৃত শ্লথ গতির অভিযোগ বিবেচনায় গত বাম সরকার কলকাতার দোতলাবাসগুলো বাতিল ঘোষণা করে।

কিন্তু বর্তমান সরকার দোতলা বাসের প্রয়োজনকে অন্যভাবে বিবেচনা করছে। এ ব্যাপারে পরিবহন মন্ত্রী বলেন, কলকাতার মতো জনবহুল শহরে দোতলা বাস খুবই গুরুত্বপূর্ণ। মুম্বাই ও লন্ডনে এখন দোতলা বাস চলে।

মদন মিত্র আরও জানান, দোতলা বাস শুধুমাত্র পরিবহন ক্ষেত্রেই নয়, ইতিহাস ঐতিহ্যের স্মারক হিসেবেও কলকাতার ভ্রমণ মানচিত্রে এসকল বাসের বিশেষ চাহিদা রয়েছে।

উল্লেখ্য, ১৯২৬ সালে প্রথমবারের মতো কলকাতায় দোতলা বাস নামানো হয়। কলকাতার ঐতিহ্যের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে দোতলা বাসের স্মৃতি।

মন্ত্রী জানান, দোতলা বাস সংক্রান্ত এ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাকে লন্ডন বানানোর পরিকল্পনারই একটি অংশ।

বাংলাদেশ সময়:  ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।