ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহিলাযাত্রী নিরাপত্তায় বাসে এবার সিসিটিভি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
মহিলাযাত্রী নিরাপত্তায় বাসে এবার সিসিটিভি

কলকাতা: মহানগর কলকাতায় মহিলা বাসযাত্রীদের নিরাপত্তার জন্য প্রশংসনীয় পরিকল্পনা নিযেছে রাজ্য পরিবহণ দপ্তর। কলকাতা শহরের সমস্ত বাসের ভেতর উজ্জ্বল এলিডি লাইট লাগানো হচেছ।



প্রথম পর্যায়ে সমস্ত সরকারি বাসের ভেতর উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরাও বসাচ্ছে সরকার। পরিবহণ দপ্তরের এই উদ্যোগ নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র সোমবার জানান, রাতের বেলায় বাসের মধ্যে অন্ধকার হয়ে থাকলে বাসের মহিলা যাত্রীরা অনেক সময়ই নিরাপত্তাহীনতায় ভোগেন।

তাই বাসের ভেতর পর্যাপ্ত পরিমাণে উজ্জ্বল আলোর জন্য এলইডি লাইট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাসের মধ্যে উজ্জ্বল সাদা আলো থাকলে দুষ্কৃতিকারীরা অপরাধ করতে ভয় পাবে।

এককালীন এই লাইট লাগাতে খরচ পড়বে অনেকটাই কম। অন্যদিকে শহরের সমস্ত সরকারি বাসে কিছুদিনের মধ্যেই উচ্চক্ষমতাসম্পন্ন ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পরিকল্পনাও হাতে নিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

মূলতঃ কেন্দ্রীয় সরকারের তৈরী ‘নির্ভয়া তহবিল’ থেকেই এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত দিল্লিতে বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের পরেই দেশজোড়া ক্ষোভ প্রশমনে কেন্দ্রীয় সরকার দেশের মহিলাদের নিরাপত্তায় ১০০০ কোটি রুপি দিয়ে ‘নির্ভয়া তহবিল’ তৈরীর ঘোষণা করেছিল।

খোদ দিল্লিতে এখনও পর্যন্ত এই বিষয়ে কোন উদ্যোগ চোখে না পড়লেও, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর ইতোমধ্যেই গোটা প্রকল্পটি নিয়ে বেশ কয়েকদফা আলোচনা হয়েছে। এমনকী কলকাতা পুলিশের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গেও পরিবহণ দফতরের কর্মকর্তারা এই প্রকল্পের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন।

যদিও পরিবহণমন্ত্রী শহরের বাসে সিসিটিভি বসানোর বিষয়ে এখনই কিছু বলতে চাননি। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে শহরের বাস গুলির ভিতরে উন্নতমানের সিসিটিভি ক্যামেরা থাকবে।

যেগুলি ভিডিও রেকর্ডিঙ করার সঙ্গে অত্যাধুনিক থ্রিজি বা ফোর জি প্রযুক্তির মাধ্যমে সরাসরি সেই ফুটেজ পাঠাতে থাকবে পুলিশ ও পরিবহণ দপ্তরে বিশেষ কন্ট্রোল রুমের মনিটারের পর্দায়।

রাতের বেলায় যে কোনও ধরনের অস্বাভাবিক ঘটনার ফুটেজ দেখতে পেলেই অত্যাধুনিক জিপিএস প্রযুক্তির সাহায্যে সেই বাসটির ‘লোকেশন‘দেখে নিযে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে পুলিশ ও সংশিলষ্ট প্রশাসনিক কর্তপক্ষ।

তবে কলকাতা শহরে এই ধরণের অত্যাধুনিক মানের সিস্টেম তৈরী হয়ে গেলেই তা বিশ্বের প্রথম সারির মেট্রো শহরগুলির সঙ্গে পাল্লা দিতে পারবে বলেই আশা রাজ্য পরিবহণ দপ্তরের।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।