ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুশাসনের স্বীকৃতি পাচ্ছে ত্রিপুরা রাজ্য

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সুশাসনের স্বীকৃতি পাচ্ছে ত্রিপুরা রাজ্য

আগরতলা (ত্রিপুরা): একটি বেসরকারি সমীক্ষায় সুশাসনের জন্য স্বীকৃতি পাচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার। ভারতের বহৎ সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ গ্রুপ সর্বভারতীয় স্তরে সবগুলি রাজ্য নিয়ে সমীক্ষাটি চালিয়েছে।



সমীক্ষায় প্রত্যেকটি রাজ্য সরকারের জনহিতকর কাজগুলি বিচারের মধ্যে আনা হয়েছে। সমীক্ষায় দেখা যায় সরকারের জনহিতকর কাজের নিরিখে উত্তর-পূর্ব ভারতের এ রাজ্যটি ভারতের সেরা। এ খবর জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি জানিয়েছেন রাজ্যের বামফ্রন্ট সরকার ত্রিপুরার মানুষের আর্থ সামাজিক অবস্থার মান উন্নয়নে যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই পুরস্কার তারই স্বীকৃতি।

মানিক সরকার জানান, আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে এক অনুষ্ঠানের আয়োজন করছে সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’। সেখানেই পুরস্কৃত করা হবে ত্রিপুরাকে।

মুখ্যমন্ত্রী এই পুরস্কার সম্পর্কে জানাতে গিয়ে বলেন, কিছু দিন আগে ‘ইন্ডিয়া টুডে’র এডিটর চিঠি দিয়ে জানিয়েছেন, তাদের সমীক্ষায় জনস্বার্থবাহী কাজের নিরিখে ত্রিপুরা সেরা। এ জন্য তারা দিল্লিতে মুখ্যমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দিতে চান।

মানিক সরকার এই সাফল্যকে সমগ্র রাজ্যের সাফল্য হিসাবেই বর্ণনা করেন। তার কথায় এই সাফল্য শুধু কয়েকজন মন্ত্রী, আমলা বা আধিকারিকের সাফল্য নয়। এটা গোটা রাজ্যবাসীর সামগ্রিক কাজের ফল।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।