ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় গঠিত হচ্ছে ‘শিশু অধিকার সুরক্ষা কমিশন’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
ত্রিপুরায় গঠিত হচ্ছে ‘শিশু অধিকার সুরক্ষা কমিশন’

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় গঠিত হচ্ছে ‘শিশু অধিকার সুরক্ষা কমিশন’। এ ব্যাপারে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে রাজ্য সরকার।



বহুদিন ধরেই রাজ্যে ‘শিশু অধিকার সুরক্ষা কমিশন’ গড়ার বিষয়ে কথা চলছিল। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও রাজ্য সরকারের কাছে এ ধরনের একটি কমিশন গঠনের জন্য চাপ দেওয়া হচ্ছিল।

শেষ পর্যন্ত এ ব্যাপারে নড়েচড়ে বসে রাজ্য সরকার। এ ধরনের একটি কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হয়।

এই কমিশন রাজ্যে শিশুদের নিয়ে যে কোনো কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে পারবে পাশাপাশি রাজ্য সরকারকেও কর্মসূচি গ্রহণে সুপারিশ করতে পারবে।

রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রথম চেয়ারপারসন হতে যাচ্ছেন বামদল সিপিএম নেতা রুপা গাঙ্গুলি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।