ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভায় লোকপাল বিল পাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
লোকসভায় লোকপাল বিল পাশ

কলকাতা: বুধবার ভারতের লোকসভায় পাশ হোল বহু প্রতীক্ষিত দুর্নীতি দমন বিল লোকপাল। আন্না হাজারের দাবী মত পাশ হোল লোকপাল বিল।



এই বিল পাশের দাবীতে গোটা ভারত জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়েছিল।

বুধবার লোকসভায় এই বিল উত্থাপন করা হয়। ধ্বনি ভোটে পাশ হয় লোকপাল বিল।

একমাত্র সমাজবাদী পার্টি এই ভোটাভুটি থেকে বিরত থাকে। সমাজবাদী পার্টির তরফে এই বিলের ভোটাভুটির সময় ওয়াক আউট করা হয়।

বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন লোকপাল বিলের পাশ হওয়ার অন্যতম কারিগর আন্না হাজারে।

বিল পাশ হবার পরেই আন্না হাজারে তার অনশন ভাঙেন। তিনি তার প্রতিক্রিয়ায় বিল সিলেক্ট কমিটিকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।