ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জলপাইগুড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
জলপাইগুড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৫

কলকাতা: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার পাহাড়পুর অঞ্চলে বোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জঙ্গি সংগঠন কামতা পুরি লিবারেশন আর্মি (কেএলও) এই বোমা বিস্ফারণে ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, একটি সাইকেলে ব্যাগের ভেতর বোমা রাখা ছিল।

পুলিশ সূত্র জানায়, এই ধরণের বিস্ফোরণ আলিপুরদুয়ার ও কোচবিহারে দেখা গিয়েছিলো।
ঘটনা স্থলে গোয়েন্দা বাহিনী পাঠানো হয়েছে।

এ ঘটনায় জলপাইগুড়িতে সর্তকাবস্থা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পদনা: অনিক তরফদার ও বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।