ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঠাণ্ডার দাপটে কাবু উত্তর ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩

কলকাতা: কলকাতায় মানুষ ঠাণ্ডার আশায় দিন গুনলেও শীতের দাপটে কাঁপছে গোটা ভারত। বড়দিনের রাত থেকেই কলকাতাতেও কিছুটা ঠাণ্ডা পরেছে।

তাপমাত্র ঘুরছে  সর্বনিম্ন ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস-এর আশে পাশে।   তবে ভারতের উত্তর অংশের তুলনায় সেটা অতি নগন্য।

ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লিসহ গোটা উত্তর ভারত। শুক্রবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ৬ ডিগ্রিতে। নেমেছে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রাও। বৃহস্পতিবার ‘লে’ তে ছিল মরসুমের শীতলতম দিন। এ দিন তাপমাত্রা নেমে যায় মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে। উপত্যকার অধিকাংশ এলাকাই তুষারাবৃত।

সিমলায় তাপমাত্রা রয়েছে ২.৩ ডিগ্রির কাছাকাছি। পালমপুরে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীরে পশ্চিমা বায়ু বাধাপ্রাপ্ত হওয়ায় হিমাচল প্রদেশের উত্তর দিকে আগামী দু`দিন ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

পাঞ্জাব হরিয়ানাতেও শীত কাবু করেছে সাধারণ নাগরিক জীবনকে।

জলন্ধরের আদমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অমৃতসরে রাতে দিকে তাপমাত্রা রয়েছে ২.২ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানায় শীতলতম অঞ্চল নারনুলে তাপমাত্রার পারদ নেমেছে ১.৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বাংলাদেশ সময়:  ১৪৪২  ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।