ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ নিলেন কেজরিওয়াল

দিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩
দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ নিলেন কেজরিওয়াল

দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন ভারতের সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত আম আদমীর অরবিন্দ কেজরিওয়াল।

তাঁর শপথ গ্রহণের ক্লক ওয়াইজ ঘটনাবলী-

১২টা ০২: দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিওয়াল।

লেফটেনন্ট গভর্নর নাজীব জঙ্গ কেজরিওয়ালকে শপথ বাক্য পাঠ করান।

১১টা ৪০: শপথ গ্রহণের পর রামলীলা ময়দানে উপস্থিত জমায়েতের উদ্দেশ্যে ভাষণ দেন কেজরিয়াল।

১১টা ২০: রামলীলায় ৪০ হাজার জনতার ভিড়।

১১টা ১০: রামলীলায় ঐতিহাসিক ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেজরিওয়াল। শাজিয়া ইমি: "আন্না এখানে থাকলে ভাল লাগত। কিন্তু কেজরিওয়ালের কথায়, আন্না আমাদের মনে রয়েছেন। "

১১ টা: আপ সরকার ভাল কাজ করলে সমর্থন করবে বিরোধী কংগ্রেসও- জানালেন দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি।

১০টা ৫০: ভাবি মন্ত্রীদের নিয়ে দিল্লির কৌশাম্বী মেট্রো স্টেশনে পৌঁছালেন অরবিন্দ কেজরিওয়াল।

১০টা ৪৫: ``এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই। শপথ গ্রহণের পরই ব্যবস্থা নেওয়া শুরু হবে। `` শপথ গ্রহণ অনুষ্ঠানে রওনা হয়ে জানালেন কেজরিওয়াল। আশীর্বাদ চাইলেন আন্না হাজারের। তিনি আরও বলেন, "এটা একটা ঐতিহাসিক দিন। এটা সাধারণ মানুষের জয়। "

১০টা ৩০: কৌশাম্বীর বাড়ি থেকে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন অরবিন্দ কেজরীওয়াল।

১০টা ১৫: স্বাস্থ্য খারাপ থাকায় কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারছেন না সমাজকর্মী আন্না হাজারে। ই-মেলে কেজরিওয়ালকে জানালেন আন্না। দিল্লি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের আগে কেজরিওয়ালকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন আন্না।

১০টা ০৫: একদিন আম আদমি লাল কেল্লায় পতাকা তুলবে। বললেন কুমার বিশ্বাস। আমি রাহুল গান্ধীকে হারাতে পারব না। তাঁকে পরাজিত করবে আমেঠির মানুষ। মন্তব্য বিশ্বাসের।

৯টা ৫০: কেজরিওয়ালের সাফল্যে খুশি তাঁর বোন। `তিনি সফল হবেনই`, দাবি বোন সঞ্জনা কেজরিওয়ালের।

৯টা ৩০: আজ দিল্লি যে সরকার পেতে চলেছে, তাতে তাঁদের স্বপ্ন পূরণ হবে। দাবি মনিশ সিশোডিয়ার।

৯টা: দিল্লি পুলিশ মনে করছে, ৫০ হাজার মানুষ আসতে পারে কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সকাল থেকেই ভিড় শুরু করছে দিল্লির রামলীলা ময়দানে।

৮টা ৪৮: অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আজ মনিশ সিশোডিয়া, রাখী বিড়লা, সৌরভ ভরদ্বাজ, সোময়াথ ভারতী, সত্যেন্দ্র জৈন, গিরীশ সোনিরাও আজ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।