ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় আম আদমি পার্টি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় আম আদমি পার্টি

আগরতলা (ত্রিপুরা): দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি।

রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের অমরপুরে ‘টিওয়াইএফ’র চতুর্দশ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এ কথা বলেন।



মানিক সরকার বলেন, বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেসকে বিদায় করছেন মানুষ। টাকা দিয়েও ভোটে জিততে পারছেন না তারা। অন্যদিকে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি।

তিনি বলেন, মাত্র দেড় বছর আগে আম আদমি পার্টি পথচলা শুরু করেছে। কিন্তু, মানুষের সমস্যা নিয়ে লড়াই করে এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করে তারা এখন ক্ষমতায় এসেছে।

এদিকে, রোববার অমরপুরে শুরু হয়েছে টিওয়াইএফ’র চতুর্দশ কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলন শুরুর আগে স্থানীয় চণ্ডীবাড়ি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দেন এ সমাবেশে।

সমাবেশে মানিক সরকার বলেন, কেন্দ্রের সরকার চলছে, পুঁজিপতিদের কথায়। তারা যেমন বোঝাচ্ছেন, সরকার তাই করছে। কারণ বড় বড় পুঁজিপতিদের টাকায় কংগ্রেস দল চালায়।

অন্যদিকে, সিপিএম সাধারণ মানুষ থেকে ২ টাকা, ৪ টাকা করে অর্থ সাহায্য নিয়ে দল চালায়।

মানিক সরকার অভিযোগ করে বলেন, আমরা গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানালেও তা শুনছে না কেন্দ্রীয় সরকার।

সমাবেশে মানিক সরকার ছাড়াও বক্তব্য রাখেন- সংগঠনের অন্যান্য নেতা।

এ সময় সমাবেশে ৮৪ পরিবারের ২৪৬ জন কংগ্রেস এবং আইএনপিটি ছেড়ে সিপিএমে যোগ দেন।
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।