ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুচিত্রা সেন ইনটেনসিভ কেয়ারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সুচিত্রা সেন ইনটেনসিভ কেয়ারে সুচিত্রা সেন

কলকাতা: মহানায়িকা সুচিত্রা সেনকে রোববার রাতে ইনটেনসিভ কেয়ার ইউনিট-এ স্থানান্তরিত করা হল। শ্বাস নালীর সংক্রমণ এবং শ্বাস প্রশ্বাস নেবার সমস্যা তৈরি হওয়ায় হাসপাতাল তরফে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



৮২ বছরের এই অভিনেত্রী গত এক সপ্তাহ ধরে শ্বাস নালীর সমস্যার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

কলকাতার বিশিষ্ট হৃদরোগ বিশেষঞ্জ সুব্রত মৈত্র এবং অন্যান্য ডাক্তার এই বরিষ্ঠ অভিনেত্রীর ২৪ ঘণ্টা চিকিৎসা পরিচালনা করছেন।

১৯৫২ সালে বাংলা চলচ্চিত্র “শেষ কোথায়” দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৫৫ সালে হিন্দি চলচ্চিত্র “দেবদাস” এর জন্য তিনি জাতীয় পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ০৯৪৪  ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।