ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উদ্ধারকালে রেললাইনে বোমা বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
উদ্ধারকালে রেললাইনে বোমা বিস্ফোরণ

কলকাতা: বিহারের বারসইয়ের কাছে রেল লাইনে দুটি বোমা বিস্ফোরণ ঘটেছে। আজমগড়-মুকুরিয়ার মাঝে রেললাইন থেকে চারটি বোমা উদ্ধার করতে গিয়ে বিস্ফোরণ ঘটে।



বোমাতঙ্কে আটকে যায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। স্থানীয় বাসিন্দারা প্রথম বোমাটি দেখতে পান। তারাই খবর দেন রেল কর্মীদের। রেল কর্মীরা বোমা সরাতে গেলে দুটি বোমা ফেটে যায়। তবে হতাহতের কোন খবর নেই।

কাটিহার থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে বম্ব স্কোয়াড।

এ ঘটনার জেরে আটকে গেছে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস, নিউ জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি গামী দার্জিলিং মেল। আটকে আছে রাধিকাপুর এক্সপ্রেসসহ বেশ কিছু দুরপাল্লার ট্রেন।

এ ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে গোটা রাজ্যের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছে রেল দপ্তর।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।