ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শীর্ষেন্দুকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪

কলকাতা: প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে তাঁর সারাজীবনের কাজের স্বীকৃতি হিসেবে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেবার কথা ঘোষণা করল ‘বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড’।

তরুণ প্রতিভার পুরস্কার পাচ্ছেন কবি শ্রীজাত।

শনিবার কলকাতা বই মেলায় এই পুরস্কার প্রদান করা হবে।

অপর দিকে এদিনই বইমেলায় কৃত্তিবাস পত্রিকার ৬০ বছর উপলক্ষে ‘কৃত্তিবাস’ পুরস্কারও প্রদান করা হবে।

পুরস্কার প্রাপকদের মধ্যে আছেন কবি প্রণব মুখোপাধ্যায়, সুব্রত রুদ্র, সোমনাথ চট্টোপাধ্যায়।

মঞ্চে এদের হাতে পুরস্কার তুলে দেবেন কৃত্তিবাসের সম্পাদিকা সুনীল গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী স্বাতী গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড’র তরফে লিটল ম্যাগাজিন ‘রক্তকরবী’  পাচ্ছেন বিশেষ পুরস্কার।

সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি কৃত্তিবাস পুরস্কার পাচ্ছেন কবি তন্ময় চক্রবর্তী এছাড়া ভাস্কর দত্ত স্মৃতি কৃত্তিবাস পুরস্কার পাচ্ছেন কবি মিতুল দত্ত।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।